চরফ্যাশন প্রতিনিধি॥ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা শাহে আলম এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার আহম্মদপুর চৌমহনী দাখিল মাদ্রাসার মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
আহম্মদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মরহুমের সুযোগ্য বড় ছেলে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, উপজেলা বিএনপি‘র সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, আসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম ম্যালেটারী,
নুরাবাদ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, মজিব নগর ইউপির চেয়ারম্যান আবদুল ওদুদ মিয়া, নুরাবাদের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নুরাবাদ আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন মাষ্টার, সম্পাদক মোঃ হোসেন মাঝি, আহম্মদপুর আওয়ামীলীগের সম্পাদক ফরিদ চাপরাশি প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ জুন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া পিতা শাহে আলম মিয়া ভারতে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন।