• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পরিবেশ উৎসব ও মেলার উদ্বোধন কালে মেয়র পতিœ

সিটি মেয়র পরিবেশ রক্ষায় নানা ভাবে পদক্ষেপ নিয়েছে

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ণ
সিটি মেয়র পরিবেশ রক্ষায় নানা ভাবে পদক্ষেপ নিয়েছে

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২য়দিন ব্যাপি পরিবেশ উৎসব ও মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ বিতরন, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা সহ দুইদিন ব্যাপি আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৮ই জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ বরিশাল শাখার আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে উদ্বোধন করা হয়।

পরিবেশ উৎসব ও মেলা সহ দুইদিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল বিসিসি মেয়র পতিœ লিপি আবদুল্লাহ।

বরিশাল বেসরকারী উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন,সমাজ সেবক ডাঃ সৈয়দ হাবীবুর রহমান, বরিশাল শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে,উন্নয়ন সংস্থা আইসিডি নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গির কবীর, সচেতন নাগরীক কমিটি জেলা সভাপতি প্রফেসর(অবঃ) শাহ সাজেদা,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ,পরিবেশবীদ শুভ চন্দ বিপ্রা বেদান্তি,রফিকুল আলম,উন্নয়ন কর্মী মোঃ নাসির আহমেদ,বিআর খান ও আঃ ছালাম।

এসময় মেয়র পতিœ লিপি আব্দুল্লাহ বলেন বরিশালের পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সিটি মেয়র পরিবেশ রক্ষায় নানা ভাবে পদক্ষেপ নিয়েছে।

এছাড়া সন্ধ্যায় টাউন হলে অনুষ্ঠিত হবে সনদ বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে পরিবেশ রক্ষার দাবীতে আগামীকাল বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্তর সদররোডে এক মানবন্ধন কর্মসূচী পালন সহ জেলা প্রশাসকের দপ্তরে দেয়া হবে স্বারকলিপি।

মেলা উপলক্ষে টাউন হলে বিভিন্ন উন্নয়ন সংগঠন সহ পরিবেশের ১০ টি স্টল মেলায় অংশ গ্রহণ করে।