• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০১৯, ১৪:৪৯ অপরাহ্ণ
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোমবার (২৯ এপ্রিল) তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

একুশে পদকপ্রাপ্ত সংগীততাঙ্গনের তারকা সুবীর নন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি। তার মস্তিষ্কের অবস্থাও ভালো না। এখনো ঝুঁকি রয়েছে ফুসফুসের প্রদাহ নিয়ে। তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।