বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসি গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে ইয়াসমিন বেগম (৫৩) নামের এক নারী কুপিয়ে গুরুতর জখম করে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইয়াসমিন বেগমের ঠোট ও কপালে কোপ দিয়ে দুই কানে থাকা স্বর্ণালংকার ছিড়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহত ইয়াসমিন বেগমের শরীরে ২৫ টি সেলাই লেগেছে। আহত ইয়াসমিন বেগম ও তার স্বজনরা জানান, প্রায় ১০ দিন পূর্বে প্রতিবেশি নান্নু মীরের হাস চুরি করে নেয় একই এলাকার সাইদুল হাওলাদারের ছেলে রায়হান। এবিষয়টি আহত ইয়াসমিন বেগম দেখে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের কাছে হাঁস চুরির কথা স্বীকার করে রায়হান। এরপর থেকে ইয়াসমিন বেগমের উপরে ক্ষিপ্ত ছিল সাইদুল ও তার ছেলে রায়হান। বেশ কয়েকবার তাকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। আহত ইয়াসমিন বেগমের অভিযোগ- সাইদুল হাওলাদার তাকে রাতের আধাঁরে কুপিয়ে জখম করেছে। ঘটনার পর থেকে সাইদুল ও তার ছেলে রায়হায় পলাতক রয়েছে। ঝালকাঠি সদর থানার এসআই মো. মুুহিত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য গেলে সাইদুল হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন বলেন, ‘শাহজাহান হাওলাদার তার ছেলে সাইদুল হাওলাদার ও নাতী মো. রায়হান এরা সকলেই চুরির সাথে সম্পৃক্ত। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে- এরাই ইয়াসমিন বেগমকে কুপিয়ে জখম করেছে। ঝালকাঠি সদর থানার এসআই মুহিত বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’