মনপুরা প্রতিনিধি॥ ঘূর্ণীঝড় দানা’র প্রভাবে সাগর ও নদ-নদী উত্তাল হয়ে পড়ায় দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে ভোলার দ্বীপ উপজেলা মনপুরার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।
এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনপুরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও বিআইডব্লিটিএ নির্দেশে সকল প্রকার নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডব্লিটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান।
দেখা গেছে, মনপুরা-ঢাকা রুট, হাতিয়া-মনপুরা রুট, মনপুরা- তজুমুদ্দিন রুট, বেতুয়া-জনতা রুটে লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। ওই সমস্ত রুটে চলাচলকারী যাত্রীরা লঞ্চ না চলায় ফিরে গেছে।
এদিকে ঘূর্ণীঝড়ের প্রভাবে সকাল থেকে কোথাও গুড়ি গুড়ি ও কোথাও মাঝারি ধরনে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এতে ঘর তৈকে বের হতে না পারায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।
এই ব্যাপারে ভোলা জেলা বিআইডব্লিটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম জানান, ৩ নং হুঁশিয়ারী সংকেত জারীর সাথে সাথে ভোলা জেলার সকল উপজেলার অভ্যন্তরীণ ও ঢাকা নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।