• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে হেরোইনসহ দুই বিক্রেতা আটক

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ১২:১৯ অপরাহ্ণ
সাভারে হেরোইনসহ দুই বিক্রেতা আটক

সাভারে হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী।
শনিবার (৩ আগস্ট) গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ির খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন (২৮) ও একই এলাকার মো. ইয়াসিন মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২)।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বিরুলিয়ার বাগনিবাড়িতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে ৬০০ পুরিয়া এবং বাবুল মিয়াকে ৩০০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।