• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ২২:০৭ অপরাহ্ণ
সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে সস্ত্রীক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণা মামলায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালত এই নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল রেজিস্ট্রাটর অফিসার (জিআরও) খোকন চন্দ্র। তিনি জানান, জিয়া উদ্দিন সিকদার ও তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত।

জানা গেছে, নগরীর রূপাতলী মৌজার ৪৭ শতাংশ জমি কিনতে ২০১৯ সালের ৩ জুন বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদারকে ২০ লাখ টাকার চেক দিয়ে বায়না দলিল করেন আইনজীবি এ.কে.এম আরিফুর রহমান খান। তিনি নির্ধারিত বায়না চুক্তির জমিতে ৭ লাখ টাকার বালু ভরাট করেন।

এরপর জানতে পারেন ওই জমির মালিক বর্তমানে জিয়াউদ্দিন সিকদার না। তিনি ২০১১ সালের ২৫ মে তার স্ত্রী শাহানা জিয়ার নিকট ওই জমি দলিলমূলে হস্তান্তর করেছেন। বিষয়টি নিয়ে ২০২০ সালের ২৯ মে স্থানীয়দের শালিসে আরিফুর রহমানকে ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন জিয়াউদ্দিন সিকদার ও তারা স্ত্রী। সেই টাকা ফেরত না দেওয়ায় ২০২১ সালের ১০ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন অ্যাডভোকেট আরিফুর রহমান।

মামলায় জিয়াউদ্দিন সিকদার, তার স্ত্রী শাহানা জিয়াসহ ৫ জনকে আসামি করা হয়। আসামিরা গত বছরের ১ ডিসেম্বর আদালতে আত্মসমর্পন করে জামিন লাভ করেন। কিন্তু জিয়াউদ্দিন সিকদার ও তার স্ত্রী আদালতে হাজির না হয়ে আইনজীবির মাধ্যমে সময়ের প্রার্থনা করেন। আদালত আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।