• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল-৫

সাদিক আব্দুল্লাহ’র প্রার্থীতা বাতিল

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
সাদিক আব্দুল্লাহ’র প্রার্থীতা বাতিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।

এর পর থেকে এ বিষয়টি ছিলো বরিশালজুড়ে আলোচনার তুঙ্গে।

তবে জাহিদ ফারুকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ’র আইনজীবী।