• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের বানারীপাড়ার মাদক মামলার পাচঁ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বানারীপাড়া থানা পুলিশ বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ইলুহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে গ্রেফতার করে। তখন তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছিল। তার অনুউস্থিতিতে বরিশালের একটি আদালত ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৫ বছরের কারাদন্ডের রায় দেন। এরপর থেকে মেহেদী হাসান পলাতক ছিল।

বানারীপাড়া থানার পুলিশের এসআই হাসানুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকা থেকে পাচঁ বছরের সাজাপ্রাপ্ত আসামী মেহেদী হাসানকে গ্রেফতার করে বানারীপাড়ায় নিয়ে আসেন। তাকে আজ বুধবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো.মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে তার অনুউপস্থিতিতে বরিশালের আদালত জিআর মামলার ৫ বছরের কারাদন্ডের রায় দেন। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইলুহার থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।