• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাকিবের মায়েরও করোনা শনাক্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৪, ২০২০, ১৮:২৩ অপরাহ্ণ
সাকিবের মায়েরও করোনা শনাক্ত

বিডি ক্রাইম ডেস্ক॥
ক্রিকেটার সাকিব আল হাসানের বাবার পর এবার মা-ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাকিবের মা শিরিন রেজার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

 

এর আগে গত রোববার সাকিবের বাবা মাশরুর রেজার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারা দুজনই মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

 

সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, মাশরুর রেজার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এরপর গতকাল পাওয়া রিপোর্টে জানা যায়, শিরিন রেজাও করোনা পজিটিভ। তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন আট জন।