• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১৩:৫৬ অপরাহ্ণ
সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

ঢাকার গুলশান থেকে অপহৃত মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জের গৌবিনপুর গ্রাম থেকে মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গৌবিনপুর এলাকায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়চ্ছিলেন মুশফিক। এসময় গ্রামের মসজিদের ইমাম তাকে আশ্রয় দিয়ে এলাকাবাসী ও সদর থানার পুলিশকে খবর দেন। পরে সদর থানার এসআই জিন্নাতুল ইসলাম ও মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

সাংবাদিক মুশফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে মোটরসাইকেলে মিরপুরে বাসায় ফেরার পথে নিখোঁজ হন মোহনা টেলিভিশনের প্রধানমন্ত্রী বিটের সিনিয়র রিপোর্টার ও যুগ্ম বার্তা সম্পাদক মুশফিকুর রহমান। এ ঘটনায় নিখোঁজ সাংবাদিকের মামা এজাবুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি জিডি করেন।