তানজিল জামান জয়, কলাপাড়া॥ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
আজ রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব। এতে কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার ঘটনা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু বলেন, ‘আমরা কেউই নিরাপদ নই। সন্ত্রাসীরা শুধু তুহিনকে হত্যা করেনি, পুরো পরিবারকে ধ্বংস করেছে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি বলেন, ‘আমাদের নিরাপত্তা নেই। বিপদে পড়লে প্রশাসনও পাশে দাঁড়াবে না।’ আক্ষেপের সুরে বলেন, ক্রাইম রিপোর্ট থেকে আমাদের দূরে থাকতে হবে।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি, নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নেই। তবে প্রশাসন ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টুসহ অনেক সাংবাদিক নেতারা বক্তব্য দেন।