• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের গলা টিপে ধরা মানে সংবিধানের গলা টিপে ধরা

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০১৮, ০৯:৩৫ পূর্বাহ্ণ
সাংবাদিকের গলা টিপে ধরা মানে সংবিধানের গলা টিপে ধরা

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন- গণতন্ত্র অক্ষুন্ন রাখতে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। অতীতে যত নির্যাতন হয়েছে তার বিচার না হওয়ায় এখন সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তাছাড়া তথ্যমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। কিন্তু বিপথগামী কতিপয় পুলিশ সদস্যের উদ্ভট আচরণে তা প্রশ্নের মুখে পড়ছে। এখন দেশ ও স্বাধীনতার স্বার্থে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা বলেন- সাংবাদিক নির্যাতন কখনো ভালো ফল বয়ে আনেনি, সুতরাং সাবধান। বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকের ওপর পুলিশ যা করছে তা সংবিধান পরিপন্থী। সাংবাদিকের গলাটিপে ধরা মানে সংবিধানের গলাটিপে ধরার চেষ্টা। সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অতীতে সাংবাদিক নির্যাতন করে অনেকেই পার পেয়ে গেছেন, কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না। নির্যাতনকারীদের কঠোর জবাব দেওয়া হবে।সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী চলমান এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সহ বরিশাল গনমাধ্যম কর্মিরা।