• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারের তালিকাভুক্ত জেলেদের মাঝে উপকরণ বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ
সরকারের তালিকাভুক্ত জেলেদের মাঝে উপকরণ বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জে সরকারের তালিকাভুক্ত জেলেদের পূর্নবাসনের জন্য উপকরণ ছাগল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩১ জানুয়ারী দুপুরের পরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে বসে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে সরকারী তালিকাভুক্ত ৫২জন জেলেদের মাঝে উপকরণ ছাগল ও বকনা বাছুর বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলমসহ প্রমুখ।

পরে উপজেলার ৩২ জন জেলেদের মাঝে ছাগল ও ২০জন জেলেদের মাঝে বকনা বাছুরসহ ৫২ জন উপকারভোগী মাঝে বিতরণ করা হয়েছে। এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলেদের সরকার থেকে পূর্নবাসনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়ে থাকে। যাতে জেলেরা এই উপকরন দিয়ে পরিবার নিয়ে ভাল ভাবে বেঁছে থাকতে থাকতে পারে।