• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি কলেজের কর্মচারীকে পেটালো ছাত্রলীগ নেতা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ১৩:৫৩ অপরাহ্ণ
সরকারি কলেজের কর্মচারীকে পেটালো ছাত্রলীগ নেতা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালী সরকারি কলেজের এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা আল আমিন ওরফে কলোনি আল আমিনের বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) সকালে কলেজের বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালামকে মারধর ও কলেজের বিভিন্ন আসবাব পত্র ভাঙচুরের এই অভিযোগ পাওয়া যায়।

বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালাম বলেন, ‘আজ (সোমবার) সকালে আল আমিন বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে আমার কাছে কয়েকজনের রোল নম্বর জানতে চায়। এ সময় আমি বলি রোল নম্বর দিতে হলে স্যারদের পারমিশন লাগবে। এতে করেই সে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রথমে গালাগাল এবং একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। আমি তাকে সরিয়ে দিয়ে রুমের বাইরে বের করে দেই। সে বাইরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। আমি আমার শিক্ষকদের জানিয়েছি। তারা এ বিষয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’

এদিকে ছাত্র কর্তৃক অফিস স্টাফকে মারধরের ঘটনায় অধ্যক্ষর রুমে তাৎক্ষণিক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন শিক্ষক পরিষদ নেতাসহ জেলা ছাত্রলীগের নেতারা। এ নিয়ে আলোচনা হলেও আল আমিন কাউকেই পরোয়া করেন না বলে সভা থেকে উঠে যান।

আল আমিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের রাজনীতি করেন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

এর আগেও আল আমিন কলেজের বেশ কয়েক শিক্ষক এবং স্টাফদের লাঞ্ছিত করেছেন। তবে ক্ষমতাসীন দলের রাজনীতি করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আর এতে করেই তিনি পটুয়াখালী সরকারি কলেজে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
এছাড়া আল আমিন স্থানীয় বাসিন্দা হলেও তিনি কলেজ হোস্টেলে ৩০৩ নম্বর রুম দখল করে একাই বসবাস করছেন। নিয়মিত সেখানে তিনি নিয়ামবর্হিভূত কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে সব কিছু দেখেও অনেকটা নির্বিকার সরকারি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয় জানেত চাইলে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘আমি এ বিষয় কোনো মন্তব্য করবো না। আজ আমার শরীরটা ভালো নেই। আপনারা আগামীকাল আসেন।’

তবে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব জাফর ইকবাল বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে এ নিয়ে বসেছি। ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আশা করছি দ্রুত একটি সমাধান মিলবে।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল আমিন বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। এটা মিথ্যা।’ কলেজ হোস্টেলে তিনি একা একটি রুম বরাদ্দ নিয়ে থাকছেন কেন এমন প্রশ্নে আল আমিন বলেন, ‘আমি যে রুমটিতে থাকছি সেটি কলেজ সভাপতির রুম। এ কারণে আমি একাই টাকা দিয়ে থাকছি।’