• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকারনির্ধা‌রিত ভাড়া ৩২০, ‌বিআরটিসি নি‌চ্ছে ৪০০

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৭, ২০২১, ২৩:০০ অপরাহ্ণ
সরকারনির্ধা‌রিত ভাড়া ৩২০, ‌বিআরটিসি নি‌চ্ছে ৪০০

বিডি ক্রাইম ডেস্ক: ব‌রিশাল-মাওয়া রু‌টে অ‌তি‌রিক্ত যাত্রী প‌রিবহন এবং বেশি ভাড়া নেয়ার অ‌ভিযোগ পাওয়া গে‌ছে বিআরটি‌সি বাস স্টাফ‌দের বিরু‌দ্ধে।

এ নি‌য়ে বা‌সচালক ও সুপারভাইজারের সঙ্গে যাত্রী‌দের কথা-কাটাকাটি হয়।

শ‌নিবার সকা‌লে ঘটনাটি ঘ‌টে কাঁঠালবা‌ড়ি থে‌কে ব‌রিশা‌লের উ‌দ্দে‌শে ছে‌ড়ে আসা বিআরটি‌সি বাসে।

ওই বা‌সের যাত্রী রিয়াজুল জানান, কাঁঠালবা‌ড়ি থে‌কে ব‌রিশা‌ল আস‌তে সরকারনির্ধা‌রিত ৩২০ টাকার চেয়ে ৮০ টাকা বে‌শি ভাড়া নেন বিআরটি‌সি বাসের সুপারভাইজার।

রাস্তায় থেকেও যাত্রী নেন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাশাপাশি সিটে দুজনকে বসানো হয়েছে। দাঁড়িয়ে ছিলেন অনেক মানুষ।

রেজা না‌মের আরেক যাত্রী বলেন, ‘৬ বছ‌রের এক‌টি শিশুর জন‌্য ৪০০ টাকা ভাড়‌া নি‌য়ে‌ছে। ‌তারপর এত লোক উ‌ঠি‌য়ে‌ছে যে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল।

আমরা কয়েকজন প্রতিবাদ করলে বা‌সের স্টাফ‌দের সঙ্গে হট্টগোল বাধে। ব‌রিশা‌ল পৌঁ‌ছে তারা মারধ‌রের হুম‌কিও দেয়।’

বিআরটি‌সি ব‌রিশাল ডি‌পো ম‌্যা‌নেজার মো. ম‌নিরুজ্জামান ব‌লেন, কাঁঠালবা‌ড়ি থে‌কে ব‌রিশাল পর্যন্ত স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলাচ‌লের জন‌্য বিআরটি‌সি বাসে যাত্রীপ্রতি ৩২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর বে‌শি ভাড়া বা অ‌তি‌রিক্ত যাত্রী প‌রিবহন ক‌রে থা‌কলে সং‌শ্লিষ্ট‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়া হবে।