• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে: ফয়জুল করিম

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১৯:৩৮ অপরাহ্ণ
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে: ফয়জুল করিম

oplus_131074

আরশাদ মামুন, লালমোহন: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও ঘুষ মুক্ত করতে আর কত আন্দোলন-সংগ্রাম করবেন? এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলেই দেশ ও জনগণ ভালো থাকবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ফরাজী বাজার এলাকায় ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবিতে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম বলেন, ৫ই আগস্টের পর কেবল চেহারার পরিবর্তন হয়েছে, অন্য কোনো অনিয়ম-দুর্নীতির পরিবর্তন হয়নি।

সব অনিয়ম-দুর্নীতি এখনো আগের মতোই চলছে। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কোনোভাবেই এসব অনিয়ম-দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, লালমোহন উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. মূসা কালিমুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা মো. কবির হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।