• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৭:০৯ অপরাহ্ণ
সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

এম এম আল মামুন : আগামী ২৮ মার্চ ২০২৪ কুড়িগ্রাম জেলা সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভূটানের মহামহিম রাজা এর কুড়িগ্রামে আগমন উপলক্ষ্যে আজ ২৭ মার্চ ২০২৪ সকাল ১১:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নিরাপত্তা ব্রিফিংয়ে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও উক্ত নিরাপত্তা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।