• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৬, ২০২৪, ১৫:৪০ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর মৃধা নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনা ঘটছে মঙ্গলবার দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে। নিহত তানভীরের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে। তার বাবার নাম মাসুদ মৃধা।

জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে তানভীর মৃধা ও তার বন্ধু তাজবিহ কুয়াকাটা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি বাস স্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তানভীর নিহত এবং বন্ধু তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।