• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ নিহত হয়েছেন। কুয়াকাটা থেকে বরিশাল ফেরার পথে শনিবার দিবাগত রাত দেড়টায় নলছিটি খেজুরতলা নামক স্থানে দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানভীর।

 

তিনি ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ সুলতান আহমেদ সন্তুর ছেলে। তানভীরের স্বজনরা জানান, কুয়াকাটা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তানভীরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।

 

পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে তানভীরের মৃত্যু হয়। রোববার (২৭ অক্টোবর) যোহর নামাজের পর ২২ নং ওয়ার্ডের বাইতুল দিদার জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

তানভীর মৃত্যুর আগে মা, স্ত্রী, দুই শিশু কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।