বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ কোন শক্তি বানচাল করতে পারবে না। সংস্কারের নামে বিভিন্ন অযুহাতে একটা সুক্ষ্ণ কারচুপি চলছে, একটা প্রচেষ্টা চলছে, আমাদের গণতন্ত্রের সেই সংগ্রামকে বিপদগামী করার। কিন্তু আমি নিশ্চিত আমার দেশের ছাত্রজনতা তাদের বুকের রক্ত যতখন প্রবাহীত হবে ধমনীতে ধমনীতে এই প্রচেষ্টা এই ঘৃণ তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না।
শনিবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বার নির্ধারীত হওয়ার একটি ভিন্ন মত এসেছে তাকে আমি এক ফুতকারে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাবনা মাত্র।
এই অপরীক্ষিত প্রস্তাবনা সাকসেসফুল যদি করতেও হয় সময়ের প্রয়োজন। তার জন্য দীর্ঘ প্রক্রীয়ার মধ্যদিয়ে সম্ভবনাকে আমাদের জাজমেন্ট করতে হবে, বিশ্লেষন করতে হবে, বিচার করতে হবে,আমরা তাই এদেশের বুকে প্রচলিত এদেশের মানুষ যে সিষ্টেমে অভ্যস্ত সেই নির্বাচনের মাধ্যমে আমরা আসন্ন নির্বাচনকে অনুষ্ঠিত করে জনগণের নির্বাচিত একটি সরকার কায়েম করব। পার্লামেন্ট গঠন করব সেই পার্লামেন্টে গিয়ে নির্ধারিত হবে কোন পদ্ধতিতে আগামীতে নির্বাচন আরো সুন্দর করা যায় সেই ব্যবস্থা আমরা দেখব।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর কিছু দেশে আছে এ কথা অস্বীকার করা যায় না। যে দেশগুলিতে আছে সেই দেশগুলো বাংলাদেশ অথবা নেপালের মত নয়, নেপালে এই পিআর পদ্ধতি চালু করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে।
একাট অস্থায়ী সরকার ভঙ্গুর সরকার, অস্থিতী সরকার নেপালে নেমে এসেছে। বাংলার মাটিতে আমরা এটা হতে দিব না। আমরা বলতে চাই এই পদ্ধতিকে যদি আগামীতে গ্রহন করতে হয় পরবর্তী পার্লামেটে তা দেখবে।
আজকে তাড়াহুড়া করে এই সমস্যা সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না। আগামী নির্বাচনে আমরা সংগ্রামের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম তেমন আগামীতেও ঐক্যবদ্ধ থাকব।
আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১২ দলীয় জোট এবং সমস্ত গণতান্ত্রীক ও দেশপ্রেমিক দল অংশগ্রহন করবে।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন,উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান, এ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা প্রমূখ।