• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংস্কারের জন্য আরও ৬ মাস সময় দিতে চায় জামায়াত

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১৬:৫৭ অপরাহ্ণ
সংস্কারের জন্য আরও ৬ মাস সময় দিতে চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনে এখনও ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা আছেন, তাদের উৎখাত করে, যৌক্তিক সংস্কার করে জনমত গঠনের মধ্য দিয়ে ঐক্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা বলেন সংস্কার প্রয়োজন নেই। নির্বাচন চাই, তাদের কথায় কিছু গন্ধ পাওয়া যায়।  সংস্কারের জন্য আমরা আরো ৬ মাস দিতে চাই।

শনিবার ভোলায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সংস্কারের পর রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই।

জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা ট্রাইবুন্যাল গঠন করেছিলেন, তার বিচার ওই ট্রাইবুনালে হচ্ছে।  আমরা হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান সকলকে নিয়ে শোষণমুক্ত, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই।  তিনি সকল ধর্মের মানুষের সহযোগিতা চান।

এ সময় ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে পদক্ষপ নিতে আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। বিগত দিনে এ এলাকায় বড় বড় বিবেকবানরা ছিলেন, নিজের নামে, বাবার নামে, মায়ের নামে,  স্ত্রীর নামে প্রতিষ্ঠান করেছেন। কিন্তু জনকল্যাণে কোনো প্রতিষ্ঠান করেননি। তাই ওই বৈষম্য দূর করতে হবে।

সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী,  ভোলার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ফজলুল করিম।

সঞ্চালনায় ছিলেন বর্তমান জেলা সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির  অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।