• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১৩:১৫ অপরাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। টুইটারে শুক্রবার দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

এর মধ্যে একজন ৭৮ বছর বয়সী সৌদি নাগরিক রয়েছেন, তিনি ইউরোপ থেকে এসেছিলেন। কভিড-১৯ এ সংক্রমিত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাওয়া ৫৮ বছর বয়সী অপর ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। তার হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ২ লাখ ৭২ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১০ জনের।

 

বিডি-ক্রাইাম/ডেস্ক/এএশাওন