• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংবাদ প্রকাশের পর চরফ্যাশন মৎস্য অফিসের অফিস সহকারীর বদলি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১৭:৫১ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর চরফ্যাশন মৎস্য অফিসের অফিস সহকারীর বদলি

চরফ্যাশন প্রতিনিধি॥ জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আব্বার উদ্দিনের বদলী হয়েছে।

শনিবার জেলা মৎস্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। জানা যায়, অফিস সহকারী আব্বার উদ্দিন দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত থাকা এবং বিভিন্ন অনিয়ম অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে।

উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মো.আব্বাস উদ্দিনকে ভোলার লালমোহন উপজেলা মৎস্য অফিসে বদলী করা হয়েছে।

গত ১৩ ও ১৪ এপ্রিল পত্রিকায় “ অঢেল সম্পাত্তির মালিক গড়েছেন আলিশান বাড়ী, একই কর্মস্থনে ১৫ বছর মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন” শিরোমামে সংবাদ প্রকাশের পর ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা বদলীকৃত কর্মচারীকে আগামী ২২-০৪-২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি দিতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে স্বীয় কর্মস্থল হতে তাৎক্ষণিক অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গন্য হবেন।