বিডি ক্রাইম ডেস্ক,বরিশাল
বাংলাদেশে সব সংখ্যালঘুদের রক্ষায় অবশ্যই ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার হুমকি ও হামলার বিষয়টি ভারত ধারাবাহিকভাবে ও দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছে। এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার— অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ‘উগ্র বক্তব্যের ঢেউ, সহিংসতা ও উসকানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব বিষয় শুধু মিডিয়ার অতিরঞ্জন হিসেবে বাদ দেওয়া যায় না।’ এছাড়া ইসকন বিশ্বব্যাপী সুপরিচিত একটি সংগঠন, যার সমাজসেবায় দৃঢ় রেকর্ড রয়েছে বলে জানান জয়সওয়াল।
চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি, ন্যায়সঙ্গত, ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলা মোকাবিলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, চলমান সহিংসতা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলার পরও বাংলাদেশে ভারত থেকে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে, যা শেখ হাসিনার পতনের পর ইতিমধ্যে টানাপোড়েন শুরু করেছে। জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি অব্যাহতভাবে উত্থাপন করে চলেছে।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় একটি লিখিত বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি জোর দিয়ে বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
জয়শঙ্কর বলেন, ভারত সরকার ২০২৪ সালের আগস্ট মাসসহ সারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে এবং মন্দির ও ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটি ঘটনা দেখেছে। সরকার এসব ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাদের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছে।
তারা দেখাতে চাইছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে: মির্জা ফখরুলতারা দেখাতে চাইছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে: মির্জা ফখরুল
দুর্গাপূজার সময় ঢাকার একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার আরেকটি মন্দিরে চুরির ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে লিখিত জবাবে জয়শঙ্কর জানান।
এছাড়াও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। জয়শঙ্কর শিগগিরই বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোর সংসদীয় কমিটির বৈঠকে বক্তব্য দেবেন।