• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শ্মশান দিপালী উপলক্ষে বিএমপি পুলিশের সমন্বয় সভা

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০, ২১:০০ অপরাহ্ণ
শ্মশান দিপালী উপলক্ষে বিএমপি পুলিশের সমন্বয় সভা

বিডি ক্রাইম ডেস্ক ॥ পুলিশ কমিশনার সম্মেলন কক্ষ বরিশালে ০৮ নভেম্বর অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম মহোদয়ের সভাপতিত্বে শ্মশান দিপালী-২০২০ উৎসব উপলক্ষে বিএমপি পুলিশ ও শ্মশান কমিটির কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে নগরীর পুজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ’র সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

 

এ-সময়ে সভাপতি মহোদয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে রক্ষায়, প্রশাসন, সিটি কর্পোরেশন , স্বাস্থ্য বিভাগ, অন্যান্য গোয়েন্দা বিভাগ সহ আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবীদের সহযোগীতা কামনা করেন এবং COVID -19 সংক্রমণের কথা বিবেচনা করে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শ্মশান দিপালী উদযাপনের অনুরোধ জানান।

 

 

সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ নাসির উদ্দীন মল্লিক এর সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,

 

উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ -পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রশাসন , সিটি কর্পোরেশন , স্বাস্থ্য বিভাগ,বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিনিধি সহ আয়োজক কমিটি’র নেতৃবৃন্দ।