বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে ।
বুধবার বেলা ১১টায় বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। ওই সময় বিএনপি’র নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন। এর পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে বিএনপির খন্ড খন্ড মিছিল কর্মসূচিস্থলে জমাত হয়।