• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ রাসেল বেঁচে থাকলে জাতিকে আরও অনেক কিছু উপহার দিতো : এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ২০:৫৮ অপরাহ্ণ
শেখ রাসেল বেঁচে থাকলে জাতিকে আরও অনেক কিছু উপহার দিতো : এমপি শাওন

আরশাদ মামুন লালমোহন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো বঙ্গবন্ধুর মত হতো।

শেখ রাসেল বেঁচে থাকলে জাতিকে আরও অনেক কিছু উপহার দিতো। ৭৫’র ১৫ আগস্টে ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর ছোট্ট শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিশু-কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান, দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান, লালমোহন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভিন আক্তার, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিল ফরহাদ হোসেন মেহের, ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদ, বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।