• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার মান ও অবকাঠামগত উন্নয়েনের লক্ষ্যে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৮:৪৫ অপরাহ্ণ
শিক্ষার মান ও অবকাঠামগত উন্নয়েনের লক্ষ্যে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সরকারি মহিলা কলেজের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।মতবিনিয় সভায় সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সফলতার দিক তুলে ধরা হয় এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কলেজের আয়তন বৃদ্ধি সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য মতামত প্রকাশ করা হয়।