• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার – এমপি মুকুল

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯, ১৫:৪৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার – এমপি মুকুল

মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন ॥

ভোলা বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের ৪ তলা বিশিষ্ট নব নির্মিত অত্যাধুনিক আইসিটি ভবনের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আলী আজম মুকুল বলেন, আ’লীগ সরকার শিক্ষা ব্যবস্থা কে উন্নতি করার লক্ষে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। এবারের বাজেট বরাদ্ধে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষাখাত কে। আ’লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। আ’লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন মহিলা কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ, বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এ ভবন নির্মিন করেন।