• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষক অপ*হরণ মামলায় আরও ২ আসামি গ্রেফতার করলো র‌্যাব

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
শিক্ষক অপ*হরণ মামলায় আরও ২ আসামি গ্রেফতার করলো র‌্যাব

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলশিক্ষক হৃদয় তালুকদারকে অপহরণ মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮)। বুধবার (৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এক যৌথ অভিযানে খুলনা শহরের লবনচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে বরিশাল র‌্যাব-৮ ও খুলনার র‌্যাব-৬।

গ্রেফতাররা হলেন, খুলনার লবনচরা এলাকার সবুর রোডের মৃত আনিসুর রহমানের ছেলে আল আমিন গাজী ও মোক্তার হোসেন রোডের মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে বেলাল ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, আসামিদের কাঠলিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কাঠালিয়া থানার উপপরিদর্শক মো.ইমরান জানান, এ বছরের ১৩ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা র‌্যাব পরিচয়ে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারের টেম্পু স্ট্যান্ড থেকে অপহরণ করে শিক্ষক হৃদয় তালুকদারকে।

পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। এ ঘটনায় অপহৃত শিক্ষকের বাবা মো. সেলিম তালুকদার বাদি হয়ে কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের একটি বাগান থেকে শিক্ষক হৃদয় তালুকদারকে উদ্ধার করা করেন। এর আগে এ মামলার অপর দুই আসামি গ্রেফতার হয়।