• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লুটের মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৭, ২০২০, ১৮:৫৭ অপরাহ্ণ
লুটের মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর বাড্ডায় লুটের মালামালসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির হলেন- মো. খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম মশিউর মিশু, ফয়সাল, আল আমিন ও মো. রানা হোসেন।

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি আইফোন, দুটি সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটেড বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হাড়, এক জোড়া কানের দুল, বেশকিছু ইমিটেশনের গহনা, নগদ চার হাজার টাকা, একটি দা ও দুটি চাকু উদ্ধার করা হয়।

 

ওসি বলেন, ‘এক সপ্তাহ আগে বাড্ডার আফতাব নগরের ২ নম্বর রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার বাড্ডা থানায় একটি মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি পারভেজ ইসলাম।