• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহন প্রেসক্লাব সহ সম্পাদক মিজানুর রহমানের পবিত্র হজ্জ যাত্রা উপলক্ষে দোয়া মোনাজাত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৪, ২০২৪, ১৯:০০ অপরাহ্ণ
লালমোহন প্রেসক্লাব সহ সম্পাদক মিজানুর রহমানের পবিত্র হজ্জ যাত্রা উপলক্ষে দোয়া মোনাজাত

আরশাদ মামুন,লালমোহন॥ লালমোহন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ায় তার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে লালমোহন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন স্যারের ব্যবস্থাপনায় আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মো. মিজানুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মেনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা মো. আজিমুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সাবেক সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলালসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।