আরশাদ মামুন : লালমোহন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন হাওলাদারের শালিক পাখি মার্কার বিজয়ের লক্ষে পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারীর নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রচার প্রচারণা গনসংযোগ অব্যাহত রয়েছে। প্রচার প্রচারণা গনসংযোগের ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাক ডাকা ভোরে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে শালিক পাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়।
পৌরসভা ৮নং ওয়ার্ডের চানঁ মিয়া, জোনাব আলি হাওলাদার বাড়িসহ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আক্তার হোসেন হাওলাদারকে আগামী ২৯ মে শালিক পাখি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ। পৌরসভার ভেতর উক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে সর্বপ্রথম আক্তার হোসেন হাওলাদারের পক্ষে প্রচার প্রচারণা গনসংযোগ শুরু করা হয়েছে। এমন গনসংযোগে সাধারণ মানুষের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।