আরশাদ মামুন : লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আকতার হোসেন হাওলাদারের বিজয় সুনিশ্চিতে ফরাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্ধ ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শুক্রবার বিকেলে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৯ মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের সমন্বয়ে ইউপি সদস্যগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
এসময় ফরাজগঞ্জ ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোস্তফা মিয়া, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শাকিল মোল্লা, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সেন্টু, ০৯ নং ওয়ার্ড ইউপি সদস্য কাউসার এবং সংরক্ষিত তিন ওয়ার্ডের নারী ইউপি সদস্য নাজমা, রোকেয়া, নারগিস উপস্থিত ছিলেন।