• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:৫৩ অপরাহ্ণ
লালমোহনে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৫ম ধাপে ৩২ জন মৎস্যজীবীর মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

এ ছাড়াও এ বকনা বাছুর বিতরণকালে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।