আরশাদ মামুন, লালমোহন॥ লালমোহনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সকালে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন। এসময় তিনি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন ও অধ্যক্ষ মো: রুহুল আমিন।