• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ১৯:৩৫ অপরাহ্ণ
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সাইফুল ইসলাম (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মো: ফারুকের ছেলে ও স্থানীয় গজারিয়া বাজার পূর্ব জামে মসজিদের খাদেম। তিনি গজারিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে ইতোমধ্যে ছয়টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা যায়, পড়ালেখা ও গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেমের পাশাপাশি মসজিদ-সংলগ্ন মক্তবে শিক্ষকতা করতেন সাইফুল ইসলাম।

দুপুর সাড়ে ১২টার দিকে গোসল শেষে মক্তবের ছাদে কাপড় রোদে শুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহবুব উল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে সাইফুলের সারা শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।