• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইউনুছ এর কাছে চাঁদা দাবীর অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৮:৩০ অপরাহ্ণ
লালমোহনে বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইউনুছ এর কাছে চাঁদা দাবীর অভিযোগ

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিশিস্ট সমাজসেবক মো. ইউনুছ এর কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেছে এলাকার বখাটেরা।

ভুক্তোভোগী মো. ইউনুছ জানান, আমার বাসা লালমোহনের আবুগঞ্জ বাজার এলাকায়। আমাদের এলাকার চিহ্নিত বখাটে জাকির ও জোটন গত ৬ আগস্ট আমার বাসায় গিয়ে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে।

আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বিভিন্ন ভাবে লাঞ্চিত ও মেরে ফেলার হুমকি প্রদান করে চলে আসে। রাস্ট্রিয় পরিস্থিতি ও তাদের হুমকির কারণে এবং ইজ্জত বাঁচাতে আমি এলাকা ত্যাগ করি।

এরপর থেকেই জাকির ও জোটন নেতৃত্বে বহিরাগত ১০-১২ জন মিলে আমার বাসার আশেপাশে মহড়া দেয়া শুরু করে এবং জানতে পারি তারা আমাকে খোঁজ করছে।

মো. ইউনুছ আরো জানান, জোটন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ইয়াবা ও গাঁজা বিক্রির কারণে জোটনকে একাধিকবার পুলিশ ধরে নিয়ে গেছে এবং জেলও খেটেছে।

জাকির এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত। তারা বিগত সরকারের লালমোহন যুবলীগের ছত্রছায়ায় জুয়া ও মাদকের ব্যবসা করতো। তাদের ব্যবসা এখনো চলমান রয়েছে।

গত ১৬ আগস্ট আমি লালমোহন আবুগঞ্জ বাজারে আমার বাসায় আসি। বিকেল ৫ টায় আবুগঞ্জ বাজারে এসে একটি দোকানে চা খেতে বসি। এরই মধ্যে খবর পেলাম জাকির, জোটন, ইয়াকুব, জিহাদ ও তৈয়বুরের র নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত লোক আমাকে আক্রমন করতে আসছে।

আমি খবর পেয়ে সাথে সাথেই এলাকা ত্যাগ করি। পরে জানতে পারি তারা লোহার রড, লাঠি সোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসার সামনে গিয়ে হুমকি দিয়ে আসে।

তারা সেখানে বলে আসে দাবীকৃত টাকা না পেলে আমাকে যেখানে পাবে সেখানে আক্রমন করা হবে। আমি এখন এলাকার বাইরে থাকার তারণে থানায় গিয়ে জিডিও করতে পারছি না। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে অভিযুক্ত জাকির ও জোটনের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।