• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে বাজার মনিটরিং করেন ইউএনও! দুই ব্যবসায়ীর অর্থদন্ড

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৮:৩১ অপরাহ্ণ
লালমোহনে বাজার মনিটরিং করেন ইউএনও! দুই ব্যবসায়ীর অর্থদন্ড

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে মাছ বাজার, কাঁচা বাজার (সবজি), ও মাংসের দোকানে মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে লালমোহন পৌরশহরের কাঁচা বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করে উত্তর বাজার মো:সিরাজ কসাই ও সবুজের গোস্তের দোকানে মূল্য তালিকা না থাকায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা করে দুই দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান কাঁচা বাজারের মূল্য নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আমাদের বাজার মনিটরিং সবসময় অব্যাহত থাকবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এহসানুল হক শিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির আসাদুল ইসলাম রনি ও ইসলামি ফাউন্ডেশনের লালমোহন উপজেলা ফিল্ম সুপারভাইজার মোঃ আল মামুন উপস্থিত ছিলেন।