• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে বজ্রপাতে জেলের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১৬:১৫ অপরাহ্ণ
লালমোহনে বজ্রপাতে জেলের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে লোকমান হোসেন (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বদরপুর ইউনিয়নের নবীর চর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত লোকমান একই ইউনিয়নের চরপাতা গ্রামের আব্দুল ওয়াহাব ব্যাপারীর ছেলে।

লালমোহন থানা পুলিশের এসআই মো: আবুল কাশেম জানান, ভোরে জেলে লোকমান বাড়ি থেকে বের হয়ে নবীর চর এলাকায় যায়। এ সময় তিনি নদী থেকে জাল তুলছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।