• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১৯:০৬ অপরাহ্ণ
লালমোহনে পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. ফাহমিদা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর সড়কের জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা ওই বাড়ির মো. শাহাবুদ্দিন নিরবের মেয়ে।

শাহাবুদ্দিন নিরব বিগত কয়েক বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে ভাড়া থাকছেন।

জানা গেছে, বুধবার সকালের দিকে বাড়ির উঠানে ফাহমিদা এবং আরেক শিশু মিলে একটি খেলনা বল নিয়ে খেলছিল। ওই বলটি উঠান সংলগ্ন পুকুরে পড়ে যায়। পুকুর থেকে বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু ফাহমিদা।

এর কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ফাহমিদাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টার করবো।