• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ১৯:০৬ অপরাহ্ণ
লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত ছিদ্দিক পাটোয়ারীর ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলের মৃত্যু হয়েছে।

শিশুটির পারিবারিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় মিজান দম্পতি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সাথে একাকার হয়ে যায়।

শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে গিয়ে ভাসমান ও অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে তাকে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।