• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে নার্স এবং মিডওয়াইফদের পতাকা মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৮:৩৫ অপরাহ্ণ
লালমোহনে নার্স এবং মিডওয়াইফদের পতাকা মিছিল

Oplus_0

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় পতাকা মিছিল করেছেন নার্স এবং মিডওয়াইফাররা। মঙ্গলবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

ওই পতাকা মিছিল থেকে তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওইসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি জানান।

এক দফা দাবিতে অনুষ্ঠিত পতাকা মিছিলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ২৫জন নার্স এবং মিডওয়াইফ অংশগ্রহণ করেন।