• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে নারীদের মধ্যে ১কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
লালমোহনে নারীদের মধ্যে ১কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

oplus_131072

আরশাদ মামুন, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)’-এর শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে লালমোহন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৯টি ইউনিয়নের ৯০জন নারী কর্মীর মাঝে মোট ১কোটি ৯লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, ভোলা এলজিইডির ট্রেনিং অফিসার মো. শওকত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, নাজমুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মোসা. রহিমা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।