• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে নদীতে মাছ শিকার করায় ১৪ জেলের অর্থদন্ড, জাল পুড়িয়ে ধ্বংস

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১৯:১৩ অপরাহ্ণ
লালমোহনে নদীতে মাছ শিকার করায় ১৪ জেলের অর্থদন্ড, জাল পুড়িয়ে ধ্বংস

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ১২ হাজার মিটার জাল, ৬০ কেজি ইলিশ এবং ৫টি মাছ ধরা ট্রলার।

পরে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১৭ জেলের মধ্যে ১৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বাকী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং পরবর্তীতে নিলামের জন্য জব্দকৃত ৫টি ট্রলার মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী (রাজস্ব) মো. নেছার উদ্দিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।