• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে দুর্গম চরের বাসিন্দাদের মাঝে শুকনো খাবার বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১, ২০২৪, ১৫:২৪ অপরাহ্ণ
লালমোহনে দুর্গম চরের বাসিন্দাদের মাঝে শুকনো খাবার বিতরণ

আরশাদ মামুন, লালমোহন॥ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার দুর্গম চরকচুয়াখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ভোলা জেলা এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে একশত পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণ করা শুকনো খাবারের মধ্যে ছিল- ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, এক প্যাকেট বিস্কিট এবং এক বোতল বিশুদ্ধ পানি।

এ সময় ভোলা জেলা এসএসসি-৯৯ ব্যাচের সদস্য মো. মাইনুল হক, মো. জসিম জনি, মো. আজাদুর রহমান এবং মো. টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।