• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ২১:৩৫ অপরাহ্ণ
লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Oplus_131072

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সম্ভব হবে।

এছাড়া নিজ নিজ স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলেও সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমবে বলে জানান বক্তারা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার মো. নূর আলম শেখ, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।