• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে অভিযানে ৯ জেলের অর্থদন্ড, পুড়িয়ে জাল ধ্বংস, মাছ গেল এতিমখানায়

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১৮:৪৬ অপরাহ্ণ
লালমোহনে অভিযানে ৯ জেলের অর্থদন্ড, পুড়িয়ে জাল ধ্বংস, মাছ গেল এতিমখানায়

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল, বিভিন্ন প্রজাতির ৬০ কেজি মাছ এবং ২ টি মাছ ধরা ট্রলার।

পরে রাতেই আটককৃত ৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অন্যদিকে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত ২ টি মাছ ধরা ট্রলার নিলামের জন্য মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো. কায়সারুল হকসহ পুলিশ সদস্য ও মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।