• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনের সবুজের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৮, ২০২৪, ১৯:৪৯ অপরাহ্ণ
লালমোহনের সবুজের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন

আরশাদ মামুন, লালমোহন॥ রক্তদান ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে গুণীজন সম্মাননার অংশহিসেবে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ৫টি ক্যাটাগরিতে মোট ২১জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

জুড়ি বোর্ডের যাচাই-বাছাইয়ে রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য লালমোহনের কৃতি সন্তান আবুল খায়ের সুবজকে সংগঠনটির পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা স্মারক।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী এবং ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান এবং ড. বিকর্ণ কুমার ঘোষসহ আরো অনেকে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের দ্বিতীয় ছেলে।

তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালাচ্ছেন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড চালাতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করেন আবুল খায়ের সবুজ।

প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এরইমধ্যে ‘সাউথ এশিয়ান গোল্ডেন ফিস অ্যাওয়ার্ড-২০২৩’ এবং ‘ইন্টারন্যাশনাল ফিজ অ্যাওয়ার্ড- ২০২৩’সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।